একটি গদ্য কবিতা

আশায় বসতি
-বচন নকরেক

সূর্যের মতো তরুন ভোরে তিক্তদিনের স্মূতি ভুলে যেতে চাই উদার আকাশে তাকিয়ে থেকে । অগণিত মেঘদল, শুভেচ্ছা তোমাদের

কবির মন কখনো ভঙ্গুর কাচ কখনো অন্ধবাদুড়
প্রফুল্ল প্রজাপতি ঘাসফুলে বসে থাকে দেখেও দেখে না কবি
সেই ফাঁকে শব্দগুলো হাওয়া হয়ে যায় যেন ধূর্ত খরগোশ;
প্রত্যয়ী শালিক দূর থেকে চিঠি লেখে 'জেগে ওঠো, জেগে ওঠো, কলম ধরো'
কবির নিরুত্তেজ মগজ চঞ্চল হয়ে ওঠে-

আঙুলগুলো নিষ্ঠুরের মতন কলমের ঘাড় চেপে ধরে
টেবিলের সুস্বাদু নিষিদ্ধ ফল মুক্ত মাছির মতো নাচে
কর্কশ দাঁড়কাক জানলায় বসে ডাকে 'কবিতা....কবিতা'

শব্দে শব্দে কবির শাদা খাতা ভরা পুকুরের মতো টলটলে লাগে.....

No comments:

Post a Comment