বচন নকরেকের তান্‌কা কবিতা


বচন নকরেক এর বাংলা তান্‌কা কবিতা

১.


ছেঁড়া পালক রতি ক্লান্ত সকাল ছুটন্ত ট্রেন নিভছে পথবাতি রাখি, বৃষ্টি আদর...
২. স্ত্রী মাকড়সা মসলিন বুনছে শিশির পায়ে- ঝলমলে ঝিলিক রৌদ্রালোর ছোঁয়ায়... ৩.শাল বাগান কাঠগোলাপ ফুটে বন আঁধারে...
সুরেলা ঝিঁঝিঁ গান শিশির ঝরা শীতে..... ৪.নাচ হরিণী বনবাদাড় ঘুরে; নরোম ঘাসে- রঙ্গিন প্রজাপতি তোমার চারিপাশে ৫. তুষারগিরি বরফে ঢাকা ফুল পাথরকুচি - বিমূর্ত প্রিয়মুখ ভাসছে স্রোতে ভেসে... ৬. হরিণী চোখ স্থির আঁটকে যাই, অনন্তকাল - আশার চোরাবালি জলসাঘর ; ছবি... ৭. প্রলয় নৃত্য। উড়ছে বাঁশবন খর বিচালি... বুকের দিঘি নাচে বন্যতায় খেয়ালি... জলসা ঘর নৃত্যরত ময়ূরী নূপুরধ্বনি... গ্লাস গেলা জীবন ক্ষয়ে যাওয়া দিন..... ৯. গুহা জীবন অরণ্যচারী মন খসা পালক - কাঁশবালিকা, নদী আবহমান ছবি ১০. নিবিড় বন গৃহদেবতা জেগে - জড়োপাসনা কাড়া-নাকড়া বাজে আদিম নৃত্য-বাদ্যে ১১. হারানো দিন মন ছোঁয়া গজলে খুঁজে বেড়াই- পানশালার হাঁড়ি রক্তে নেশা; আগুন ১২. নিস্তব্ধ রাত্রি জেগে আছি আঁধারে শ্রাবণ বারি... চন্দনা, ফিঙ্গে, টিয়ে ঘুমুচ্ছে চোখ বুঁজে- ১৩. জোয়ারভাটা জীবনের কবিতা ছন্দ মাধুরী... ভেতরে একজন শিকল-পরা পাখি ১৪. জাদুর মেলা কিনেছি, হারিয়েছি স্বপ্নের মুদ্রা... বাজে বেশি বাজালে বুক চেরা বগলে ১৫. জেগে উঠলো কষ্ট উদ্ভিদগুলো সকাল বেলা - পকেটে বাসি চিঠি এক্ষত্রে পাখিভোজ ১৬. বুকে তরঙ্গ হেলাফেলা সেদিন হে উদাসীন - ভুলিনি, মনে আছে এখনো সবকিছু ১৭. পাথর যুগ গৃহহীন মানুষ গুহা জীবন - যাযাবর ছিলাম এখনো যাযাবর ১৮. শহুরে সন্ধ্যা দালানের আড়ালে ডুবছে দিন... বিস্তীর্ণ মাঠ নেই ইট, পাথর ছাড়া ১৯. নির্লিপ্ত মন ডোবুচর শালিক খাঁ খাঁ প্রান্তর - অতলান্ত শুন্যতা অধরা অনুরাধা ২০. তোমাকে ছোঁয়া সুদূরপরাহত। আলো-আঁধারি... ভাবাবিষ্ট দুপুরে হামেশা মনে পড়ে ২১. মৌন সাগরে বিষণ্ণ গানবোট ছুটছে একা আতশবাজি ভরা তীরে ফিরবে কি না-



২২

পলাতক শালিক?

সুরার ফেনা-
শত পতঙ্গ উড়ে
স্বপ্নদুঃস্থ সন্ধ্যায়
২৩.
পাহাড় পোড়ে
যাযাবর পতঙ্গ
নক্ষত্রে ঘোরে
দেবি তুল্য বিপাশা
কারোর হৃদ-নীড়ে
২৪.
শিশিরসন্ধ্যা
মদিরা-মত্ত বনে
স্বপ্ন-অপ্সরী;
নিভৃতে নিশি জাগি
বনবীথির গানে
২৫.
প্রস্তরপথ
ঝড়ে বিকল মন,
নিষ্পত্র শাখা-
ধ্বংসের ধূলি পরে
বাজাচ্ছে করতালি
২৬.
গোলাপী নেশা
চোখে এত জোনাকী
নক্ষত্রপুঞ্জ!
দীনতা-দুষ্ট মন
দুর্মর হতাশায়
২৭.
শস্যের খেত
ধান ফুলের গন্ধ
সোনালী চিঠি?
আগুন জ্বলে খেতে
ধানের মূল্য নেই
২৮.
হিম নৈঃশব্দ্যে
ভ্রমরের কূজন
রঙ মাখানো
মধু মাধুরি স্বরে
ডাকে নীল কুয়াশা 
২৯
ডুবন্ত সন্ধ্যা
জলে জলার্ক জ্বলে
খদ্যোত বিম্বে
জাজ্বল্যমান মুখ
তোমার জলছবি
.